কেয়া ওয়াহিদের কবিতা

অখণ্ড প্রেম

প্রহরে প্রহরে ঝরা পাতার নৃত্য
গাছেরা সেজেছে রঙিন পার্লারে
লাল, কমলা, হলুদ, মেরুন ঢঙে।
নির্জন বনতলে আমরা দুজন
আর পাখিদের কুহু কুহু কুঞ্জন,
হেমন্তের প্রণয়ে বিলাসী বসন্ত
সুরার কাপের নেশাতুর ভালোবাসা
অবিরত ঢালে ব্যথাতুর নীলকণ্ঠে—
বিহ্বল চোখে একফোঁটা জল,
হাতে হাত রেখে, দ্বাদশী শুক্লা রাতে
চলো রচনা করি বিশ্বজুড়ে অখণ্ড প্রেম।

 

পিছুটান

ঘর, সেও তো দোসর চায়নি-
একাকীত্বে গড়েছে দেয়াল আর
ঊর্ধ্বমুখী শূন্যতার ছাউনি।
অভিমানী সব কামরা ভর্তি বিষাদ,
শেকড় ছাড়া অস্তিত্ব আঁকড়ে থাকে মায়া,
সীমাবদ্ধতার সূত্র মেনে কাটাকাটি চলে
রসুইঘরের চপিং বোর্ডে।
অবিনাশী ভালোবাসা হারায় পরিসীমা,
ঘর ছেড়ে ঘর খোঁজে অলৌকিক নির্জনতা—
নোঙরে বাঁধা থাকে অদৃশ্য পিছুটান।

 

ল্যাম্পপোস্টের চোখে ঘুম

অবহেলা অনাদরের সাথে সখ্য করে অদৃশ্য ভালোবাসায় যাপিত জীবন
নাগরিক কোলাহলে ডুবে থাকা হতাশা, বিষাদ আর অতৃপ্তি; সে তাদেরকে ফেরাতে পারে না-
অবলীলায় মানিয়ে নেয় দিনের আলোর সাথে।
বেলাশেষে ব্যবহৃত শহর ঘুমিয়ে পড়ে ল্যাম্পপোস্টের নিচে; লোকালয়ে নিঃসঙ্গতার মাদুর পেতে। ভোরের স্বর্ণাভ আলোয় আপ্লুত সূর্যের অপেক্ষায়…

 

যতিচিহ্নের সংকোচ

আকাশ জুড়ে উড়ন্ত পাখা-মেলা ডায়েরি,
নিবিড় মনোযোগে লেখা জীবনের কথকথা—
তারপর সে নিলামে উঠে সর্বোচ্চ মূল্যে
ভক্ত পাঠকের তুমুল ভিড়ে ব্যস্ত বইমেলা,
অটোগ্রাফের অপেক্ষায় ঝর্ণা কলম
পৃথিবী ফিরে আসে না কিনতে পারার বেদনায়!
বিবর্ণ যতিচিহ্নরা সসংকোচে নিরুদ্দেশ হয়
পুরনো বুকশেলফের খোঁজে…

 

জন্মদিন

হালকা বেগুনি অর্কিড ভোর, রেভলন লোশন মাখা গাল, নারকেল পাতার চিরুনিতে মেঘের উড়ুক্কু চুল। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা ভোরের অপেক্ষা- একটি যুবক দিনের চুম্বন। পাখিদের জানালায় একটুকরো কমলা দ্যুতি।
নিশ্চল সরোবরে রাতভর জেগে থাকা জল-নূপুর হারায় বাস স্ট্যান্ডের যাত্রীর ভিড়ে। নিয়ন্ত্রিত হার্ট-বিটে মর্নিং ওয়াক সেরে
মোড়ের রাস্তা লেপ কাঁথা গুঁজে রাখে গাছের শাখে। শিশু স্বপ্নরা পিঠে ব্যাকপ্যাক নিয়ে রওনা দেয় কেক কাটার আয়োজনে— মূলত প্রতিটি দিনই একেকটা জন্মদিন!

_______________

 

কেয়া ওয়াহিদ

জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে।  দুইযুগ ধরে কানাডার বৃহত্তর টরোন্টতে বাস করছেন। বর্তমান চাকরি—ব্যাংক অফ মন্ট্রিয়লে। বিভিন্ন পত্রিকা, সংকলন ও লিটল ম্যাগাজিনে লিখেন তিনি। 

Facebook Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top