একটা পাপ আছে জমা
(১)
পাংশু নদীর লহু জলে—
ডলন, ডলান, গহীন তলে—
লুকিয়ে রাখা সিন্দুকেতে—
আমার একটা পাপ আছে জমা।
রঙিন মেঘে ডানার ছায়ায় পরীর আনাগোনা;
গাছের কাছে,
দীঘির ঢেউয়ে,
জল ফড়িঙের ফড়াৎ ফড়াৎ—
অন্ধকারের মৃত্যুকূপে জমাট কালো চাদর ঢেকে
আমার কিছু গোপন কথা রাখা আছে জমা।
(২)
রাত বিরাতে বিরানঘরে
একলা একা,
ঘুমের ঘোরে,
ডুকরে কাঁদে কেবা!
আহা, আমার লুকিয়ে রাখা পাপের থলি—
সাপের মতো গা গড়িয়ে বেরিয়ে পড়ে আলোয়:
আমি জীবন্মৃত মানুষ
নাকি প্রেতাত্মাই ছিলাম বেশি ভালো?
(৩)
সস্তা কাকের ছানার মতো
লুকিয়ে ছিলাম কোকিল সেজে।
ফুটেছিলাম বকুল শাখে
ছদ্মবেশের আড়াল নিয়ে।
দিনে দিনে শরীর থেকে সুবাস আমার হারিয়ে গেলো
বুকের ভেতর ক্রমাগত বিষের আভা নীলাভ হলো।
আমার কণ্ঠে সুরলতা, চোখের তারার উজ্জ্বলতা
ক্ষয়ে ক্ষয়ে রাতের মতো
দিনের আলোয় মিলিয়ে গেলো:
আমি গোলাপ হাতে নকল প্রেমিক
নাকি আততায়ীই ছিলাম বেশি ভালো?
(৪)
আমি তোমার ঘরে সিঁদ কাটিনি,
ভেঙেছি ঘরের তালা
আমি আলতো হাতে হাত রাখিনি,
জোর খাটিয়ে বলেছিলাম:
এই যে আমার হাতখানি ধর, এক্ষুনি চল— পালা!
(৫)
তোমার দিনের সংসারেতে
রাখো আমায় আড়াল করে।
শুধু রাতের আলো জমে এলে
পাই যে একার করে।
আমি প্রেমিক চিরকালের,
দিন ও রাতের তফাৎ বুঝি না যে।
সার্বক্ষণিক প্রচ্ছন্নতায় থাকো আমার কাছে।
আমি তোমার চেনা মগ্ন-মাতাল
নাকি মুণ্ড-কাটা ডাকাতই ছিলাম ভালো?
আমার চোখে চোখটি রেখে সত্যি করে বলো:
তুমি কি এখন আমার চেয়েও
তোমার ঘরের নারীটিকেই অধিক ভালোবাসো?
লুনা রাহনুমা
লুনা রাহনুমা, জন্ম ও বেড়ে উঠা বাংলাদেশে। বর্তমানে যুক্তরাজ্যের সুইন্ডনে বসবাস। কলেজ জীবনে লেখালেখির জগতে প্রবেশ। দুই বাংলার বিভিন্ন সাহিত্যপত্রিকা, লিটল ম্যাগাজিন ও ওয়েবজিনে লিখছেন গল্প, কবিতা, অনুবাদ। বই পড়া ও কবিতা শোনা একটি প্রিয় অভ্যাস। প্রকাশিত কাব্যগ্রন্থ দুইটি। কর্মজীবনে পে-রোল একাউন্ট্যান্ট হিসেবে কর্মরত আছেন।