কাজী মাজেদ নওয়াজের পাঁচটি কবিতা

ঝরাপাতার কালে

একটি পাতা থমকে গেল
মাঝ-পতনের পথে

একটি পাতা রকেট হলো
চললো উল্টোরথে…

একটি পাতা একাই ওড়ে
সূর্যডোবা ভোরে

যশোর, ২৯ সেপ্টেম্বর ২০২১

 

ছায়া

আমরা দৌড় শুরু করলাম
আমরা উড়তে শুরু করলাম—
আকাশে
বাতাসে
মেঘের পিরামিডে

আমাদের ছায়া—
মাটি ছুঁয়ে
নদী ছুঁয়ে
পাহাড়ের চূড়া ছুঁয়ে
পুঁটিঝাঁকে রংধনুঝিলিক আর
বাবার সাইকেলে বসা খুকুমণিবেণি ছুঁয়ে
পলকে হারিয়ে গেল…
….
কক্সবাজার, ১২ সেপ্টেম্বর ২০২১

 

অতলান্তে

ভাঙা জাহাজের মত পড়ে আছি
নিস্তরঙ্গ জলস্রোত

একটু কাত হয়েই এখন
ছোট ছোট মাছেদের রঙিন-উচ্ছ্বাস দেখি

আকাশ-আকাশ খেলি
বৃষ্টি-বৃষ্টি খেলি
জলে, অতলে

এখানে আকাশ আছে, আমাদের আকাশ
যেখানে বজ্রপাতের ভয় নেই

ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২১

 

অস্থিরচিত্র

দেয়াল বেয়ে উপরে উঠতে উঠতে
ছবি হয়ে গেল একটি টিকটিকি, তবু
নড়ে উঠলো তার লেজ, খসে গেল…

দ্যাখো, লালঠোঁট পাখিটিও
আজ কী ভীষণ স্থির, আহা
খসে গেল তার একটি সোনালী পালক
অগোচরে

গোলাপ বাগানটিও কেমন নিথর, আকাশমুখী

গতরাতে থমকে যাওয়া শিশিরবিন্দুর সাথে হুড়মুড়িয়ে ঝরে পড়েছিল
গোলাপের যে ক’টি পাপড়ি, তার একটিতে
লেখা ছিলো তোমার নাম, আমারও…

প্রজাপতির ডানায় উড়ছে আকাশ, স্থির, একাকী..
….
যশোর, ৭ অক্টোবর ২০২১

 

তারাখসা গ্রাম

তারাভরা রাতের ওপারে
তুমি আজ একা এক তারাখসা গ্রাম

তোমার দুচোখে এখন আকাশভরা নীরবতা
তোমার চোখের বিদ্যুতে
ভেঙে পড়ছে এ্যারোপ্লেন
আকাশে, পাহাড়ে

আমরা আকাশে যাব
আমরা পাহাড়ে যাবই। যেখানে—
অন্ধকার জ্বলে সবুজ জোনাকি হয়ে
উড়ন্ত-স্থির ঘাসফড়িং হলুদাভ…

যশোর, ১৯ জুন ২০১৭

 

কাজী মাজেদ নওয়াজ


জন্ম: ৩০ ডিসেম্বর ১৯৬৯, মাগুরা জেলার দ্বারিয়াপুর গ্রামে নানাবাড়িতে। পৈত্রিক নিবাস মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মুজদিয়া গ্রামে। দর্শনশাস্ত্রে স্নাতকোত্তর।
তাঁর কবিতার সুর হলো মূলত হৃদয়গ্রাহী, ইন্দ্রিয় চেতন ও কাব্যিক শব্দচয়নে উত্তাপ ছড়ানো এক স্বপ্নময় আখ্যান। আর এই নিবিড় সুরের মূর্ছনা থেকেই জেগে ওঠে তার কবিতার অনুরণন। মাজেদের কবিতা কখনও স্নিগ্ধ রাতের মতোই রহস্যময় আবার কখনও প্রকৃতই রোদ্দুরে সবুজ।
প্রকাশিত কাব্যগ্রন্থ: বলো, জলদ্যুতি

Facebook Comments

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top