নলতা থেকে নন্দীপাড়া
কপোতাক্ষের ঘোলাজলে মিশে গেছে জীবনের গতি-প্রকৃতি, সমস্ত রহস্য গ্লানি… নলতার বড় রাস্তা ধরে এঁকেবেঁকে চলে গেছে হাজার স্বপ্ন, রথ… বাস্তবতা, জীবন-প্রকৃতি। সে ইতিহাস নবগঙ্গায় থমকে গেছে ঢের। আগুনের নদী হয়ে এভাবে জীবন চলে বোধহয়! এক দুই তিন; দিন-মাস-বছর-শতাব্দী চলে যায়… অতঃপর টালিগঞ্জের কর্পোরেট বাণিজ্য কিংবা মতিঝিলের পুঁজিবাদ নোতুবা আধিপত্যবাদ রহস্য ভেদ করে ফিনিক্স পাখি হয়ে উড়ে যায় মহাশূন্যে; শূন্য থেকে শূন্যতায়। মূলত হওয়া উচিত ছিলো শাহবাগের গণবিস্ফোরণ নিয়ে এপিক সাহিত্য অথবা, ‘উত্তম দাশ’কে নিয়ে বায়োপিক ডকুফিচার। জীবনের সমস্ত গতি-প্রকৃতি আজ ফিকে হয়ে গেছে… কী এক অদ্ভূত রহস্য! এভাবে রাস্তার শেষে রাস্তা খুঁজে ফেরা পথভোলা এক নির্মম রহস্য… অলিতে-গলিতে আজো ভিড় করে, নলতা থেকে নন্দীপাড়া।
স্বপ্নের নেপথ্যে স্বপ্নে
স্রোতের সংসার ধরে অনাবিল স্বপ্নহীন শ্যাওলাতে ভাসি, ক্রমশ সাম্যবাদের স্বপ্ন নিয়ে পথ চলি…আজ ভেঙে গেছে স্বপ্ন, অহরহ পাল্টে গেছে সংজ্ঞা। খড়-কুটো জ্বালিয়েও হয়নি উত্তাপ আত্মমগ্ন কঠিন কষ্টের মাঝে এ হৃদয় ভেঙে একাকার, দাউ দাউ সূর্য পোড়ে শূন্যঘ্রাণ একাকী জীবন। আকাশের মহাশূন্যে অতল গহীনে ডুব দিয়ে, আজ নক্ষত্রের উপত্যকা থেকে কুড়িয়েছি স্বপ্ন। অনাবিল পথ চলি নিয়মের প্রচলিত স্রোতে, তথা অহর্নিশ স্তব্ধতাকে ছুঁই মায়াবী সময়।
আরাধনার আঁধারে
প্রজাপতির পালকে পাপড়ি
রমণী রঙিন রঙে
বুকে বসন্তের বীজ বপন করে।
ব্যথার বাগান বয়ে
অবাধ অনাবিল আরাধনার আঁধারে
মাদক মাতাল মরিচীকায় মিশে মিশে…
নিজেকে ভেঙে ভেঙে চলা
নিখোঁজ হয়েছে আত্মা এবং ক্লান্ত দিনগুলি
আমরা যে দিন আগুনের নদী হয়ে সবটুকু…
পুড়েছি, ভিজেছি অনাবিল স্নাত-রৌদ্রে।
এতো পুড়ে পুড়ে এতো ভিজে ভিজে
কীবা থাকে লাভ! কীবা আছে স্বাদ!
এভাবে নিজেকে ক্রমাগত ভেঙে ভেঙে।
স্বপ্নসৌধ
হাড়ের পাহাড় থেকে জন্ম নেয়া সশস্ত্র সুন্দর…
সেই স্বপ্নগুলো হায়! দুঃস্বপ্ন বেষ্টিত দেয়ালের
ইটগুলো গুঁড়ো করে স্বপ্নসৌধ দিয়েছিলো গড়ে;
রক্তক্ষয়ী বাংলাদেশ। এ মাটি ফুঁড়ে জেগে উঠেছে…
ক্রামগত যুদ্ধ মৃত্যু অতঃপর শতশত স্মৃতি;
স্বজন হারানো ক্ষত, কখনোই স্মৃতিহীন নয়
বিয়োগ ব্যথার দুঃখ মুছে ফেলা যায়নি, যাবে না।
আনন্দ দিনের গান আমি গাই এই জনপদে;
এ সূর্য স্বাধীন। স্বাধীন এদেশ, মাটি, রৌদ্র।
রনি অধিকারী
রনি অধিকারী প্রথম দশকের কবি। জন্ম সাতক্ষীরায়, ১৯৭৭ সালে। সাহিত্যচর্চা শুরু যশোরে ১৯৯২ সালের দিকে। সম্পাদিত ছোটকাগজ: (১) অনুভূতি (২) রূপান্তর।
প্রকাশিত গ্রন্থ: (১) যুদ্ধ কী করবো আমি! [কবিতা ২০০৮]; (২) আকাঙ্ক্ষার জলশয্যা [কবিতা ২০১১]; (৩) চার দেয়ালের গল্প [গল্প ২০১২] (৪) শেখ হাসিনার উন্নয়ন দর্শন [গবেষণা ২০২২] পেশা: সাংবাদিকতা।