উইকএন্ড

মিতুল দত্ত

সম্পর্ক আসলে এক বেড়াতে যাবার সম্ভাবনা
দূর পাহাড়ের দেশে, যেখানে কুয়াশা ঘন আরও
সম্পর্ক আসলে এক সারাদিন ছিপ ফেলে রাখা
গভীর জলের কাছে, গভীর মাছের দুরাশায়

তুমি যা জেনেছ, রাত্রি, তার বেশি আমিও ভাবিনি
আমিও পারিনি এত দ্বিধাহীন হয়ে বেঁচে থাকা
এই দ্বিধা, সন্দেহের দোলাচল সম্পর্ক আমার
থাকা না-থাকার তীরে থেমে আছে পারাপারহীন

কোথাও থাকার কথা, কোথাও যাওয়ার কথা ছিল
যখন ভোরের ট্রেন ফিরে যায় গোধূলিতাড়িত
যখন আরোগ্যমেঘে মিশে যায় ক্ষুধা ও পশম
সমস্ত জরুরি কথা দাঁত থেকে উঠে আসে দাঁতে

সম্পর্ক আসলে সেই তেরাত্রি-পোহানো হত্যালিপি

Facebook Comments


এই লেখাটি সর্বমোট 178 বার পঠিত হয়েছে । আজকে 1 জন লেখাটি পড়েছে ।

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top