দুটি কবিতা

মিতুল দত্ত

ডাবল্ রোল

প্রয়োজন ডেকে নিয়ে গেছে তাকে
খালপাড়ে, ক্যালেন্ডার উল্টে যাওয়া রাতে

ছেনালিতে ঢাকা মুখ সে আর তোমার কাছে
দেখাবে না

তুমি তার অসুখের পাশে বসে থাকো
ততক্ষণ, বিড়ি খাও

প্রতিধ্বনি ফিরে এলে ধ্বনি ঠিক ভালো হয়ে যাবে

 

প্রেম

অকিঞ্চিৎ, কোথায় তোর চিৎসাঁতার
কোথায় তোর শাওন-ঘোর বুকের ভার
নামিয়ে দিস, কথার ভার, কার হাতে
কার আসার সময় হয় মাঝরাতে

মাঝরাতেই গেট খোলার শব্দ হয়
তার আসার স্পষ্টতাও স্পষ্ট নয়
যেন সে খুব পূর্ণ নয়, আধখানা
এ গল্পও, প্রকল্পের, তোর জানা

জানার ঘর গুটিয়ে থাক জানলাহীন
অকিঞ্চিৎ, তোর সাথেই, রাত্রিদিন…

Facebook Comments


এই লেখাটি সর্বমোট 196 বার পঠিত হয়েছে । আজকে 1 জন লেখাটি পড়েছে ।

3 Comments

  1. Masud Khan

    “প্রয়োজন ডেকে নিয়ে গেছে তাকে
    খালপাড়ে, ক্যালেন্ডার উল্টে যাওয়া রাতে”

    “প্রতিধ্বনি ফিরে এলে ধ্বনি ঠিক ভালো হয়ে যাবে”

    Besh to!

    ‘Prem’ kobitatite bhab-er songe jhankar- o swar-sangati
    sohoj-swachchhando gotite egiye gechhe. Bhalo laglo, Mitul.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top