জেনারেশন গ্যাপ
আমরা যেমন ভাব বিনিময় করেছি অনেক
রুলটানা কাগজ আর কাঠপেন্সিলে
আজকে কিশোর আজকে তরুণ ভাবে না সেসব।
আমরা লিখেছি বসন্তে ফোটা প্রথম ফুল
আর, জ্যোৎস্না-রঙ স্নিগ্ধ আকাশ
আমরা লিখেছি বৃষ্টিপাতে মধ্যদুপুর
আমরা লিখেছি কাঠপেন্সিলে একে অন্যকে
নদীর ঢেউ আর মেঘলা রাতের কথা
রুলটানা কাগজ আর কাঠপেন্সিলে
আমরা করেছি নির্মাণ কত,
আজকে তরুণ আজকে কিশোর
এসএমএসে জো্কস বিনিময় করে
লগ ইন
বাসস্টপে গোপন অপেক্ষা বিস্মৃতির জলে আজ
সাদা খামে নীল চিঠি লেখে না কেউ আর
পেন পেন্সিল আজ দূরে নির্বাক ভূমিকায়
দিনভর এসএমএস আর ফেসবুকে হিজিবিজি
ইডেনে বা লেকে পাশাপাশি বসে না কেউ আর
ইমেল জিমেল চ্যাটিং আমরা এখন দিনরাত লগইন
Facebook Comments
এই লেখাটি সর্বমোট 444 বার পঠিত হয়েছে । আজকে 1 জন লেখাটি পড়েছে ।
পুরনো পাল্টায় নতুন আসে প্রাকৃতিক নিয়মে, গ্রহণ বা বর্জনের তোয়াক্কা করে না. তাই বলে পুরনোর ওপর তার যে প্রতিক্রিয়া, সে অনুভূতিও তো ফ্যালনা নয়. সে জ্বালা বোঝে যারা সে পর্যায়ভুক্ত তারাই. মনে রেখা টানে কবিতাগুলো.