নন্দনতত্ত্ব
১ নম্বর
এহা এহা
নহে নাকি
এহা যাহা
তাহা এহা
তাহা যাহা
এহা উহা
যাহা উহা
উহা তাহা
যাহা ইহা
এহা তাহা
উহা এহা
নহে যাহা
তারে নারে
নারে তারে
তাড়া খায়
এহা ইহাই
এহা নড়ে
উহা ধরে
মনোরম
সুন্দরম্
১/১/২০১২
২ নম্বর
কত রথ যায়
দেহ আর দেহ নাই
আহা
কোথায় কোথায়
তুলা গাছে
ফুলে ফুলে
তোমার চোখের পাতা
পাপড়ি মেলিয়া যায়।
জান ক’জোড়া শালিক
তাতে মধু খায়?
৫/১/২০১২
খয়রাতি রাষ্ট্র
কাল রাতে কালো এক
স্বপ্ন দেখিলাম
দেখিলাম খয়ের খাঁ
এক কালা কাক
কা কা করিতেছে
পাশে কালার কাকিনী!
ভয়ে তাহাকে ডাকিনি
যদি ভুত হয়
ভুতের লাহান পুত চায়
মাথামুণ্ড চায় নাকি
গুপ্ত ভোজনের রাতে
সুপ্ত রাষ্ট্র দেখাইতে চায়?
কাল রাত কাকের কা
বেল গাছে তাল
আর তাল গাছে
মহামান্য ভুত সমাসীন
সত্যি সত্যি রাত
নাকি প্রাণে ভাসিতেছে
প্রভুর সম্পাত?
বলি, ভুত! ভূতপূর্ব
অভূত স্বপ্নের ঘরে
কে যে কা কা করে
আর প্রাণ নড়েচড়ে
সামান্য দুনিয়া জুড়ে
অসামান্য ডরে!
হায় প্রাণ কোনে যায়
কার কাছে নতজানু
পেতে দাও সাধ
যেন তেনর প্রকারে
এহেন গুপ্ত সন্ধ্যায়
সুপ্ত ভোরের আশায়!
৪/১/২০১২