দারা মাহমুদের একগুচ্ছ কবিতা

দারা মাহমুদ

 

প্রেম

মানুষ নিজের থুতু নিজে খায়
পেটের ভেতর তা আবার
জারক রসের কাজ করে
তবে থুতু একবার মুখ থেকে
বেরিয়ে গেলেই তা আর
খাওয়া যায় না

 

পুরুষ পাথর

পুরুষ পাথর বালি দিয়ে তৈরি
নারীর টোকায় ভেঙে যায়
একথা অভিললনা মৌনি
যেমন জানে
বস্তির বিন্দুও সেরকম

 

ঘাস ও দেহ

নদী শহর স্থাপনা না থাকলে
পৃথিবীটা ঘাসে ঢাকা থাকতো
মানব শরীরও তাই
নদী শহর স্থাপনা না থাকলে
মানব শরীরও ঘাসে ঢাকা থাকতো

 

পুরুষতন্ত্র

অবোধ শিশুর মতো স্তন্যপান শেষে
সঙ্গমে সঙ্গমে স্বর্গে পৌঁছে যেতো
তরুণী সমীপে
নিজেকে বিলিয়ে দিতো অবোধ্য ভাষায়
যুবকটি সাধারণ ছিলো বড় সাধারণ
মেয়েটি মোটেই সাধারণ নয় ধ্রুপদ চাহনি
নুড়ি ও পাথর সরিয়ে তারা
পত্র পল্লবের মাঝে সংসার সাজায়
এরকম সংসারে হঠাৎই হাট থেকে
এসিড কিনে এনে বৌয়ের শরীরে
ঢেলে দিল যুবক কৃষক
শুধু সংসারে কোথাও পুরুষতন্ত্রে
আঘাত লেগেছিল বলে

 

Facebook Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top