বেলুন গলা সিল্ক চোখে সুদূর
স্বচরিতের গুহায় এই কমনরুমটা ছিল আমাদের
এই নৌকো পাতা বিছানা ব্রেনলেস সারেগায়ে ব্রেল সারাগায়ে
যা তা
মস্তি বিহান
জলের ছাঁদে স্মৃতিফলক আঙুলাঙ্গুলের দোলছবি
প্রণববাবু ছবি তুলছেন দেখে
ফ্রেস্কো থেকে বেরিয়ে এলো স্ট্যাচুগণ
ব্রেলচাদর গায়ে শুধু অন্ধরা উগরে এসেছে
পায়ে পায়ে পাহাড়ের সিড়ি বেয়ে গুহার আঁধারে
আঁধারের সঙ্গে এই অন্ধমিলনে বড় বড় রেশ রেশ লাগে
জাতকের মানুষগুলো এমন কি পশুপাখিরাও জীবন্ত হয়ে
দেয়াল থেকে বেরিয়ে আসে ব্যস
নাচের ভঙ্গিতে
এই থিয়েটার কথা বলছে অবয়বে
মেরুর ভেতরে মজ্জামার শিহর নিয়ে
বুদ্ধদেব মিটিমিটি হাসছেন এখনো
আমরা দেখছিও শুনছিও প্রণববাবু ছবিও তুলছেন
যেখানে চুপ করে আছে সবাই
সুন্দর সবাইকে দ্যাখে
সুন্দরকে দেখেছিল কে কে
Facebook Comments