কবিতা:শীত-সকালের সূর্য

সুস্মিতা চক্রবর্তী

 

শীত-সকালের সূর্যকেই শুধু ভালোবেসে পিঠ দেয়া যায়!
শেষ অঘ্রাণের এই শীতার্ত বেলায়, প্রিয়তম−
বহূদূরে তবু এভাবেই থেকো নীলিমায়।
ঢেকে দিও পৃথিবীর সবটুকু আঁধারের দিন,
তোমার আভার রাশি চির অমলিন;
গাছের পাতার সাথে অদৃশ্যের মাঝে বুঝি বাজিয়েছো বিণ!

যখন কুয়াশার কুহকেরা ক্লান্তিতে জুবুথুবু গাছের ছায়ায়,
তোমার জগতব্যাপী কী বিপুল জ্যোতির ডানায়!
লোকালয়ে ওম আসে,
মানুষেরা কথা বলে বাঁচার নেশায়।
আমি সেই যৌথতার ঘ্রাণ মাখি,
সবিতায় সিক্ত হয়ে উষ্ণতায় ফিরে আসি ফের নিরালায়।
নিজের অফিস-ঘরে লিখি, পড়ি, কফি খাই কেজো-ব্যস্ততায়।
যদিও হৃদয়ে বড় ঠাঠা!
তবু দুঃসাহসে পৌঁছে যাই সড়কের শেষ সীমানায়!
তোমার অনাদি দানে জড়ামরা এ জীবনে উত্তাপ কুঁড়াই।

রাবি-ক্যাম্পাস: ২৫ নভেম্বর, ২০১৩।

Facebook Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top