সুস্মিতা চক্রবর্তী
আর কিচ্ছু জানতে চাই না,
শুধু দেখতে চাই যে তুমি ভালো আছো।
যে রকম ভালো থাকা অধরা চাঁদের রাতে,
ধুলো ওড়া পথে পাওয়া বোষ্টমীর সহজ মানুষ।
যে রকম হাসিহাসি ঠোঁট আর বিনয়ের কাব্য হাতে;
চশমা-পড়া তুমি সে কানাই মাস্টার!
নিত্যানন্দ বেশে তবু এলোমেলো চেতন-পুরুষ!
প্রেমের তৃষ্ণার মতো তোমার এ পথ আর পথের পিপাসা
বয়ে যাক অফুরন্ত জানি তুমি ফুসমন্ত্রে আমারি প্রেমিক!
যে বাতাসে তুমি দোলো পথে পথে একা একা,
জেনে রেখো, একই হাওয়া ফিরে ফিরে দোল দেয়,
একা এই আমার শরীরে।
রাবি-ক্যাম্পাস: ১৮ মে, ২০১৪।
Facebook Comments
এই লেখাটি সর্বমোট 323 বার পঠিত হয়েছে । আজকে 1 জন লেখাটি পড়েছে ।