খালেদ হামিদী: বাস্তবতা, প্রেম আর গহীন বিস্ময়
পশ্চিমা উপন্যাস প্রধানত ব্যক্তির ক্রমবিকাশ অথবা ধ্বংসের কাহিনি। প্রাচ্যেও এই রীতি অনুসৃত প্রায়। উপন্যাস বিষয়ে সচেতন সকলেই জানেন, ইউরোপে শিল্প-বিপ্লবের পর ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের জন্মের ফলে, অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি, উপন্যাসের আবির্ভাব ঘটে। …