রথো রাফির গুচ্ছ কবিতা
শিশু তবু তোমার স্তন থেকে ছেড়ে দাও নিরুপম এই যমুনা নদী ছেড়ে দাও শিশুবিকাশের দিকে যারা সূর্যের নিচে আবারো হাততালি দেয় তোমাকে স্মরণ করে মনে হয় কত স্বার্থপর ওরা তুমি …
শিশু তবু তোমার স্তন থেকে ছেড়ে দাও নিরুপম এই যমুনা নদী ছেড়ে দাও শিশুবিকাশের দিকে যারা সূর্যের নিচে আবারো হাততালি দেয় তোমাকে স্মরণ করে মনে হয় কত স্বার্থপর ওরা তুমি …
ভার একশ বছর ধরে দাঁড়িয়ে আছে একটি নিষ্ফল গাছ তুমি কি তার কষ্ট বোঝো! অথচ এর পেছনে আজো তার কোনো হাত নেই! তাহলে বন্ধ্যা এ শব্দটি কেমন করে উচ্চারণ করো …