বারীন ঘোষালের কবিতা

কবিতা একটি প্রণালীর নাম

 

কবিতা প্রণালীর মধ্যে গড়িয়ে এল কবেকার প্রাম
প্রেম
কোনটানে এসেছে যাদুঘরের দরজায়     সুন্দরীকে
সুন্দরীদের যাঃ
যাদুঘরের ভেতরে ওদের মানামানি
একটা পুলিঙ্গ নিয়েই সারাজীবন কেটে গেল হে
বায়ুবিনা বীণা

পললের পল পলকের হাস মুখের পাতায়
দেয়াল নেই
ফ্রেমটা নতুন প্রেমের খোঁজে
চাঁদ নেই হারেরেম গুরুম চাঁদমারি
মরবে এবং মারবে দুজনেই ভিনয়ে মানুষ
তোমার কি মনে হয় একদিন ট্রামরাও যাদুঘরে

এখন আষাঢ় চলুক
কবিতা প্রণালীর রক্তে বানের রূপক
রূপম হয়ে যাক

 

Facebook Comments


এই লেখাটি সর্বমোট 468 বার পঠিত হয়েছে । আজকে 1 জন লেখাটি পড়েছে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top