দুটি কবিতা

নান্নু মাহবুব

বন

আবার সে বনে যাওয়া যায়।
বারবার যাওয়াই তো যায়।

কে কোথায় সরিয়ে রেখেছে ভাসমান
সোনার প্রাসাদ? নীল বাড়ির ছাদে,
বারান্দায়, লাল বালতি রাখা আছে।

ঘুড়ি নেই কোনো?
এখনো ঘুমিয়ে রয়েছে বসতি।

 

জাতিস্মর

আজ আর অবকাশ নেই।

হাতে রামধনু নিয়ে তুমি শিকারে গিয়েছো।
ষাঁড়ের হৃদয় নিয়ে ছুটে গেছো নীল পক্ষিণীর কাছে!

আমি শুধু জানালায় দূরবীন।
জঙ্গলবাঁধাল মাঠ, পানকৌড়ি বিল, লতাগুল্মময় রান্নাঘর।

আজ আর অবকাশ নেই।
দূরবীন ফেলে আমি নিজেই বেরিয়ে পড়েছি শিকারে।

পূর্বজন্ম, বসে আছে দূরে, ছায়াময়।

 

Facebook Comments


এই লেখাটি সর্বমোট 143 বার পঠিত হয়েছে । আজকে 1 জন লেখাটি পড়েছে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top