আউয়াল আনোয়ার: দশটি হাইকু

১.
কেউই নও
ছিলেওনা কখনো
সময় সত্য

২.
আমি ছিলেম?
বর্তমানই সত্য
কেউ থাকেনা

৩.
কেঁদেছো মন?
শান্তি পেতেও পারো
কাঁদছি খুব

৪.
সত্য সময়?
এখনই সময়
শুরু করেছি

৫.
ভোরের সূর্য
ডিমের কুসুমটি
এক নয়তো

৬.
ভালোবাসোগো
দ্বিধাহীন চিত্তেই
ভোর আসবে

৭.
হিংস্র কেনো
লাভ কিছু তাতেই?
বিশ্ব প্রেমের

৮.
কবিতা পড়ে
কাটিয়ে দিতে পারি
জনমভর

৯.
ফুল ফুটেছে
ওকে ছিড়ে ফেলোনা
সৌন্দর্য্য হাসে

১০.
ঘুমিয়ে আছো
জগৎ মধুময়
সময় যায়

 

আউয়াল আনোয়ার


মা সাহেরা খাতুন, বাবা আলহাজ্ব আনোয়ার উদ্দিন। জন্ম গ্রহণ করেছেন গোয়ালন্দ, রাজবাড়ী। স্ত্রী রওশন আক্তার। দুই সন্তান ইনতিসার আউয়াল প্রিয় ও ইনতিসিফার আউয়াল হৃদ।
স্কুল জীবন থেকেই লেখালেখির শুরু। নব্বুইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে মিছিলে মিছিলে শ্লোগান ও ছড়া তৈরি। সেই সাথে কবিতার সাথে ভাব বিনিময়। দেয়াল পত্রিকা, ছোটকাগজ, বড় কাগজে নিয়মিত লেখালেখি। বেরিয়েছে একাধিক যৌথ কাব্যগ্রন্হ, একক কাব্যগ্রন্হ ‘সাত পুরুষের ইস্টিশন’। প্রকাশিতব্য গবেষণা গ্রন্হ ‘বাংলা সাহিত্যে গোয়ালন্দ ‘ ও প্রবন্ধগ্রন্হ ‘ মানুষপাঠ’।
পেশা: কলেজ শিক্ষকতা সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ
শখ: আবৃত্তি, ভ্রমণ আর মানুষ পাঠ।
ইমেইল: [email protected]

Facebook Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top