বনপুকুর
পুকুর পাড়ি দিচ্ছে
ঝাঁকেঝাঁকে
শোল মাছের পোনা
পাড়ে উঠে এলেই গাছ হয়ে যাচ্ছে
বনপুকুরে
শুকনো পাতা শুনাচ্ছে
নীল রঙের মাছসংগীত।
জামগাছ
জামগাছে
ধরে আছে গোল গোল অন্ধকার
টুপটুপ ঝরে পড়লে
রাত আসে পুকুরে
মাছেদের ঘুম পাড়িয়ে উড়ে যায় জামগাছ।
নখ
ব্লেডে নখ ঘষে
সরিয়ে দিচ্ছি শাদা মেঘ
ভেসে উঠছে নগরের পরিত্যক্ত দালানবাড়ি
আর মৃতদের ছায়ার স্তূপ।
কংকাল
দরজার ছায়া খেয়ে গর্ভবতী ঘর
মাস তিনেক পরে
ঝুলবারান্দা নামক বাচ্চা প্রসব করে
ঝুলে থাকে মাকড়শার জালে।
ডাহুক
ঘুম
একটি ডাহুক
ডিম পেড়ে উড়ে যাচ্ছে ডিমের দিকে
লুকানো রাতে
আঁকা শীতকাল
বাহিরে জেগে থাকে একটি ছায়াবৃক্ষ।
ফিরোজ শাহ
জন্ম ১ জুলাই ১৯৮৭। সুবর্ণচর, নোয়াখালী।
প্রকাশিত কবিতার বই :
উজানে সোনালি মাছ (২০১৭)
ব্ল্যাকবোর্ডে নুনগাছ (২০২০)
Facebook Comments
এই লেখাটি সর্বমোট 304 বার পঠিত হয়েছে । আজকে 1 জন লেখাটি পড়েছে ।
সময় বলবে, কাব্যভাষা নির্মিত হল কিনা। এই প্রয়াসকে অভিনন্দন জানাতেই হবে।