সাইফুল্লাহ মাহমুদ দুলাল
যখন আমরা আবাদি জমির বিরুদ্ধে আন্দোলনে নামলাম-
ভাঙচুর করলাম বাংলাদেশ, জ্বালিয়ে-পুড়িয়ে দিলাম বাংলাদেশ
তখন ভাসমান মেঘ মুখ ফিরিয়ে ফিরে গেলো মেঘালয়ে।
২৯/০৯/১১
বহু বছর পর যখন ঘুমোবার প্রস্তুতি নিলাম,
তখন চৌকির ছারপোকাগুলো জেগে উঠলো।
আমাদের পিতাকে যখন টুঙ্গিপাড়ায় কবর দিলাম সেদিন স্বপ্নে পেলাম শিশু সন্তান!
০৩/১০/১১
ফিরে এসো চাকার পশ্চাৎ চক্রে প্রবাসী প্রজাপতি এখন শুয়োপোকা
ক্ষুধার্ত জল, জলীয় বাস্প উড়ে গিয়ে পান করে মা-মেঘের স্তন।
শব্দে সাজানো কবিতা কুফরি কালামে প্রত্যাবর্তন করে অদৃশ্য উৎসমূলে
নাটক এডিটিং-এ পেছন পথে রিরাউন্ডে খুঁজে পায় অবিবাহিত জীবন।
ব্যাক-টু-প্যাভিলিয়ানে কোথায় যাবে তুমি, কোন শেকড়-ভূবনে?
০৪/১০/১১
অন্ধ হলেই ভালো হতো, দেখতে হতো না, দেখতে দেখতে দৃষ্টি পাথর!
বোবা হলেই ভালো হতো, বলতে বলতে ভাষা শেষ।
কালা হলেই ভালো হতো, শুনতে হতো না
শুনতে শুনতে সঙ্গীতও অসহ্য!
০৫/১০/১১
আকাশও একা। একাতিত্বের আনন্দই আলাদা, অতুলনীয়
নিঃসঙ্গতায় নিজেকে পাবে পুরোপুরি, পুরোটাই সুঁতি।