ফুলজীবন
বেঁচে থাকার আনন্দে
ডুবি আর ভাসি।
ডুবি আর ভাসি আর
ভাসি আর ডুবি
আমি এক প্রজাপতি
দুলছি বাতাসে
যাচ্ছি ঢেউ কেটে
ফুলের মনের কাছে।
তোমার জলতরঙ্গ
প্রবেশ করছে আমার ভেতর মাঠ নদী, হাওয়া, ,নবচরাচর
প্রবেশ করছে পাখির সুর আর সুরের ঢেউ
প্রবেশ করছে ভোর, ভোরের আকাশ,আর কত দুঃখজল
হায়,হৃদয় আমার ভেসে যাচ্ছে
প্লাবনে প্লাবনে।
আয়না
তুমিতো ভীষণ সুন্দর
অথচ সারাজীবনেও তা তো জানতে পারলে না
আয়নাকে আর কি দোষ দেব বলো
আসল দোষী তোমার অলস দুটি হাত।
আয়নানগর
অশ্রু গড়িয়ে পড়লো তার ভ্রমর চোখ থেকে
চোখ কি জানে নোনা স্বাদের মানে
মিথ্যা আয়নায় যদি মুখ দেখো ও পড়শী
কি করে দেখতে পাবে
নিজেকে।
চরু হক
Facebook Comments