শামীম হোসেন
তারা নেই, তারকাও নেই
কোথায় গিয়েছে তারা—
এত তর্জন-গর্জন, হম্বি-তম্বি
গিনিপিগ- ইঁদুর;
মরাডালে ঝুলন্ত বাদুড়—
ঝাঁকে ঝাঁকে ইলিশের প্রাণ!
শূন্যতার দড়ি বেঁধে ঝুলছে
তাদের ভাঁড়ার…
অথচ ফেরাও চোখ
দেখো সেই—
তারা নেই, তারকাও নেই!
ভিন্নপট
ফুর্তি জেগেছে মনে—
গাছের পাতা, পাখিরা কি জানে…?
আলোর মশাল জ্বেলে যে কৃষক বসেছিল মাঠে
তার কাছে শুনেছি অন্ধ ধীবরের কাহিনী
ততটুকু জেনেছি- যতটুকু জানার আগ্রহ ছিল
এর বেশি কিছুই জানিনি…
মোরগের লাল ঝুঁটি থেকে রঙ নিয়ে
খড়ের ক্যানভাস এঁকেছিল যে চিত্রকর—
সে গেছে বুধবারে— ভূগোলের বোঝাপড়ায়
আজো দেখো ফিরে আসেনি…
ফুর্তি জেগেছে মনে—
গাছের পাতা, পাখিরা কি জানে…?
রঙে রাঙাও
জিহ্বায় জলতৃষ্ণা
দরজা খোলো জলের নাগর
স্বভাবে ফিনিক্স আমি
বাঁধবো পুরাণের ঘর—
দরজা খুলে দেখো
নিয়ে এসেছি দেবতার বর!
এবার তবে
রক্তজবার রঙে রাঙাও
তোমার আঙিনা…
Facebook Comments
লেখার ভেতর একটা মাটির টান… সুন্দর