আলতাফ হোসেন
ধারাবর্ণন
ধ্বংসের মধ্য দিয়ে যাত্রা উনি আরামসে বলেন
আর উট উড়ে যায় সপ্তম শতক থেকে একুশের অন্তিম অবধি
এই দ্রুত, এই ধীর, এই মধ্য লয়ে
রোদ কিংবা ছায়া আজ অচেনা-যে কেউ তা বলেনি
প্রিয় গায়ত্রীর গান সমাপ্ত হতেই স্বর সমবেত : সব আজ শেষ হোক শেষ হোক
চার বছরের ঝিম্পু থেকে-থেকে: কিচ্ছু আজ সেসই হচ্ছে না
থমথমে আবহ এক নিয়ে আসে, মৃত্যু নিয়ে আসে
নারী-পুরুষের গল্প শেষ করে পুরুষ-পুরুষ ফিল্ম এনেছে ছ মাসে
এনেছে-যে মনের ভিতর-ইচ্ছা পূরণ হয়েছে
তা হোক না, কৌতূহল সবারই রয়েছে
কন্ডোম, কান্নাও আনে
আবারও ফিরতে চায় যদি কেউ, অস্বচ্ছ খানিকটা রাখা থেকেছে বাখানে…
Facebook Comments