অনাদি নিমগ্ন, কানাডা থেকে: আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট বিশ্ববাসীর গৌরব। কারণ শুধু ভাষা সংরক্ষণের জন্য নয়, এই ইন্সটিটিউট নৃত্বাত্তিক ভাবেও গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গত ২ জুন টরন্টোর ড্যানফোর্থস্থ বাঙালিপাড়া অন্যমেলা কার্যালয়ে শিক্ষা সচিব কবি কামাল চৌধুরী এ কথা বলেন। কানাডায় শিক্ষা বিষয়ক সফরের ফাঁকে তিনি স্থানীয় লেখক-সাংবাদিকদের সাথে এক মতবিনিময় কালে বাংলাদেশের শিক্ষা-সংকৃতি-সাহিত্যর চিত্র তুলে ধরেন। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কবি শাহজাদী আঞ্জুমান আরা উপস্থিত ছিলেন। এছাড়াও কথাশিল্পী সৈয়দ ইকবাল, কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কবি মাসুদ খান, কবি মেহরাব রহমান, সাদী আহমেদ, ড. জহির, ড. বাদশাহ আলম প্রমুখ। এ বছর বাংলা একাডেমী সাহিত্য পুরষ্কার পাওয়ার জন্য কবি কামাল চৌধুরীকে অভিনন্দন জানানো হয়। পরিশেষে কাব্যসন্ধ্যায় সফররত দুই কবি তাঁদের স্বরচিত কবিতা পড়ে শোনান।
উল্ল্যেখ, এসোশিয়েন কানাডিয়ান কমিউনিটি কলেজের আমন্ত্রণে হ্যালিফেক্সের অনুষ্ঠিত কারিগরি শিক্ষা বিষয়ক ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস সংক্রান্ত এক সেমিনারে শিক্ষা সচিব আবু নাসের কামাল চৌধুরী তিন সদস্য বিশিষ্ট বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেন। অন্য সদস্যদ্বয় হলেন- কারিগরি শিক্ষা বোর্ডের চ্যারম্যান প্রফেসর আবুল কাশেম এবং আইএলও টিবিইটি প্রকল্পের টেকনিক্যাল উপদেষ্টা আর্থার সিয়ার। পাঁচ দিনের এই কারিগরি শিক্ষার ক্ষেত্রে সম্ভাবনা ও মান উন্নয়ন বিষয়ক সফরসূচির মধ্যমে তাঁরা মন্ট্রিয়ল, অটোয়া, টরন্টো, নায়াগ্রার বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজ পরিদর্শন করেন।