১
রজনীজল এসে ভিজিয়ে তোলে
অঙ্কুরও গাছ হবার স্ফূর্তি পায়
প্রভাহীন আলোহীন অবস্থায় তৈরি হতে থাকে
বাঁশঝাড়ের ভেতর অশথ।
২
পর্বতের গায়েও আজ বৃষ্টি
এতদিন পর্বত ধুলোবালিকণা নিয়ে রুক্ষ ছিল
পর্বতচূড়া ভিজে ভিজে আজ কান্তিময়
সৌম্যদর্শনে নয়নশোভন।
৩
উদ্যানরক্ষক জানে জলের মাহাত্ম্য
মালিনীও জানে
কুঞ্জবনে তাই জলের অন্তরা নিয়ে
সকল গানের সূচনা।
৪
টলটলে জল
কাকচক্ষুর মতো নির্মল জল
সূর্যরশ্মি নিয়ে নাচে
ঘোলা জল এসে হারিয়ে যায়।
৫
জলভ্রমণে গিয়ে জলকেলি
জলকন্যা তার স্বপ্ন মাখামাখি করে
মিশে যায় জলগর্ভে
জলগর্ভ থেকে সুজলা ফসল।
৬
ও বৃষ্টি তোমারও সুর আছে গান আছে
আছে রাগের বজ্রপাত
কখনো চপলা মেঘজ্যোতিঃ
ক্ষণদ্যুতি নিয়ে কখনো চঞ্চল
অঞ্চল বিছিয়ে দিয়ে কখনো নীলাঞ্জনা।
৭
জলের কপটতা নেই, জল কৈতব নয়
জলের প্রবৃত্তি প্রকাশ্য
অসংকোচে ধরা দেয়, সরলচিত্ত নিয়ে
তার গতিতে–তার প্রকৃতিতে দিলদরিয়া।
৮
জল বাষ্প হওয়ার পরও বেঁচে থাকে
অভিমানে দূরে গিয়ে মেঘপুঞ্জ হয়
বৃষ্টির সুষমা নিয়ে আবারও ঝরে
এই মৃত্তিকায়–অন্তরের সৌন্দর্য
বার বার ঢেলে দেয়।
৯
জলের গভীরতা ও বিস্তার দেখে
মনে হয় সুমেরু-কুমেরু সবমিলে
অকূলপাথার–
কেউ দূরে নইÑজলবৃত্তে আছি
চারদিকে জলেশ্বর।
১০
ও বৃষ্টিধারা ও বারিপাত
হাহাকার নিয়ে
তোমার অপেক্ষায় বহুদিন
এ শ্রাবণের রাত।
সমুদ্রহৃদয়
১
জল পেয়ে তেজি হয়ে ওঠে বানমাছ
সেতুর খুঁটিও টের পায় স্রোত
নদী-প্রপাতে চলার উত্তেজনা
জলযোগ আজ বরষায়।
২
জল পেয়ে ধুপধাপ-লাফালাফি
দুরন্ত বালকেরা উদ্বেলিত
উত্তাল ঢেউয়ে ঢেউয়ে চঞ্চলতা
দিনদুপুরে–ভরদুপুরে।
৩
মেঘধ্বনি শুনি–বৃষ্টি আসবে
কূলবতী অপেক্ষায় থাকে
জলের দুলুনি নিয়ে–এইবার
মেঘনার মোহনায় যাবে।
৪
কুহেলিকা মেঘ নয়
জলোমেঘ বৃষ্টি নিয়ে আসে
ধূলোর এ পথে ধূলো থাকে না
প্রশান্তির শীতল বাতাস।
৫
জলের উদারতায়
শিশু উদ্ভিদ বেড়ে ওঠে
পুষ্পরেণুর জন্য তৈরি হতে থাকেÑ
আয়ুষ্কাল বাড়ে।
৬
সমুদ্রহৃদয়ে কত জল
কত জলধারা এসে মেশে
পৌঁছে প্রপাত ও উষ্ণপ্রস্রবণ
এরপরই সে জলেশ্বর।
৭
জলবিয়োজন হতে হতে খরা
রসহীন পলিমাটি
অথচ এ মাটি এসেছিল
নদীরও জলে।
৮
উথালপাথাল জলে উচ্ছলতা
নির্জীবতা থাকে নাÑ
জলের অভাবে মুষড়ে পড়া
নদীও কাঁদে!
৯
জল এলে নদীর দুকূল ভরে যায়
দুকূল আপন ভাই
বিভাজন ও বৈষম্য থাকে না
জলের ধারায় পূণ্যতোয়া।
১০
বাদল হাওয়া বদলায় দিন
জলগর্ভের ভেতর তরুরাজ জন্ম নেয়
এইভাবে স্বর্ণপুষ্প ফুটতে থাকে
চারণভূমিতে।
জলেরও উদারতা নিয়ে জাগে মহাপ্রাণ
১
বৃষ্টিমুখরিত রাতে মুখরারমণী
মুখর হলে প্রকৃতিও কষ্ট পায়
মেঘবহ্ণি আগুন ছড়ায়।
২
শজিনার পাতা ভিজে ভিজে ব্যাকুলতা তৈরি করে
কামরাঙা জল পেয়ে কীসের ইঙ্গিত দেয়
বাসক পাতার ভেতর ! রক্তচিতার ভেতর !
জলচেতনার ছায়া খেলা করে।
৩
মজাপুকুরের জল আনো টেনে
এঁদোপুকুরের খিঁড়কিদুয়ার খুলে দাও
স্রোতস্বিনীর সঙ্গে সম্পর্ক করো
কল্লোলিনীর হাত ধরে নেচে ওঠ।
৪
চোখ আজ আর্দ্র, জলসিক্ত চোখে
পূর্ণগ্রাস, জল নেই
শোকভূমি তৈরি হয়
ধূ-ধূ মাঠে মৃগতৃষ্ণা নিয়ে থাকি।
৫
বৃষ্টিপাতের পর ভূমিকর্ষণ
লাঙল দেওয়া
কৃষি জমি জেগে ওঠে
কৃষকের ভেতর শস্যোৎপাদনের অরণ্যপুষ্প।
৬
জলকাদা মেখে ভদ্রলোকের পা
যেতে পারে না বিজয়নগর থেকে শান্তিনগর
পাথুরে মাটিতে থাকতে থাকতে
স্বভারের দোষ–মোষ হয়ে যায়।
৭
জল নিয়ে গিরিমাটিও সিক্ত হয়
কাঁকুরে মাটিও প্রাণ পায়
পলিমাটি ঘ্রাণ ছড়ায় ফসলের
জলছাড়া মৃত্তিকা শুধুই পরিত্যক্ত ভূমি।
৮
মরুভূমি–তার কাছে জল নিয়ে যাও
জলের উপরে থেকেও সে নিঃসহায়-বন্ধা
মরুমায়া থেকে শুধু মরীচিকা দেখা যায়
জলের অভাবে বৃক্ষহীন।
৯
হাতে জল নাও, জলে
হও পরিষ্কার, ঘরে কাদা-পায়ে
কেন? কেন ম্রিয়মাণ?
শরীরে তোমার লেগে আছে ঘিনঘিনে ময়লা ও গন্ধ
জল দিয়ে ধোয়াপাগলা করে নাও।
১০
জলের উদারতা নিয়ে
জাগে মহাপ্রাণ
বৃষ্টিজল–প্লাবনের জল
এসে মিশে যায়, এরপর–
সমুদ্র-হৃদয়।
রাঙামেঘ
১
রাঙামেঘ আজ রাঙিয়ে তুলেছে
রজনীজলের দেখা হবে
স্থলজাত-ধুলোমাখা থাকা যাবেনা এখন
কাঁকুরে মাটিও ভিজে যাবে
অগ্নিদগ্ধ জীবাশ্মও আজ প্রাণ ফিরে পাবে
জল ভেঙে ভেঙে যাওয়ার বর্ষণমুখর সাহসটুকু
হাঁটু ভেঙে পড়বে না !
২
অবশেষে মেঘজমা হলো
অতঃপর আকাশভাঙা বৃষ্টি
বালুচর ডুবে গেল !
আমি কাদামাখা হয়ে ঘরে ফিরি
বালুকাবেলার চেয়ে
মজাপুকুরের চেয়ে
জলপ্রবাহ কি ভালো নয় ?
জলের হৃদয় জাগে আর এক হৃদয়ের মাঝে
তরঙ্গতাড়ন সাঁঝে !
বর্ষাভেজা দিন
লালপদ্ম তুমি ভিজে যাচ্ছো
বৃষ্টির ছোঁয়ায় ধীরে ধীরে !
বর্ষাভেজা দিনের জন্য কি
এতদিন অধীর আগ্রহে অপেক্ষায় ছিলে ?
বীজপত্র হয়ে আবার আসবে কি ফিরে ?
এইবার সৃষ্টিমূল ভুল ভাবে নয়
অজগর উপযোগী খরামগ্ন দিন নষ্ট করে
রোপণ করবে কি হাঁটুস্পর্শ করা কোনো
নতুন বিস্ময় !
উতলধারায় সম্মোহন
নীরদবাহন নিয়ে আমি আজ আসি
কাঁকুরে মাটিও ভিজে যাবে
ভিজে যাবে এঁটেল মাটিও
মরু তার দুঃখ ভুলে যাবে !
বৃষ্টিবিন্দু দিয়ে শুরু
উতলধারায় সম্মোহন
শুশ্রূষাকারী বুঝেছে চিকিৎসার অতীত জলেভেজা
চন্দ্রাহত রোগ !