সেলিম রেজা নিউটন
আমার কোনো বিপদ নাই,
আমার কোনো বাঁচা ও মরা নাই।
শৈশবেই মারা গেছেন
আমার বোন, আমার সখা-ভাই।
আমার বালা-মুসিবতও নাই।
আকাশ জুড়ে যে-চাঁদ ছিল
ঝকমকানো, ধাঁধালো, জমকালো
চুকিয়ে সব লেন ও দেন
গিয়েছে চলে, তবু সে চাঁদ ভালো।
অন্ধকারও আমার চোখে আলো।
ভালো-খারাপ ক্যাটেগরির ছাঁচ
বানানো সব— লোকদেখানো লাজ।
আমাকে আর দেয় না পেইন
ব্যথার বৃথা কচকচানি-কাঁচ।
আমি আমার নিজের মন্তাজ।
হিসেব চলে হিসাব কষে কষে,
বাঁচতে চায়— শ্বাপদ দ্যাখে ঘাসে।
সংজ্ঞা-হীন সাধু ও ইনসেইন
আমার শ্বাসে ফিসফিসিয়ে হাসে—
আমার বাঁচা বিষে ও বিশ্বাসে।
পশ্চিমপাড়া: ১৫ই জুন ২০১৬
Facebook Comments