চারটি কবিতা: চরু হক

ফুলজীবন

বেঁচে থাকার আনন্দে
ডুবি আর ভাসি।
ডুবি আর ভাসি আর
ভাসি আর ডুবি
আমি এক প্রজাপতি
দুলছি বাতাসে
যাচ্ছি ঢেউ কেটে
ফুলের মনের কাছে।

 

তোমার জলতরঙ্গ

প্রবেশ করছে আমার ভেতর মাঠ নদী, হাওয়া, ,নবচরাচর
প্রবেশ করছে পাখির সুর আর সুরের ঢেউ
প্রবেশ করছে ভোর, ভোরের আকাশ,আর কত দুঃখজল
হায়,হৃদয় আমার ভেসে যাচ্ছে
প্লাবনে প্লাবনে।

 

আয়না

তুমিতো ভীষণ সুন্দর
অথচ সারাজীবনেও তা তো জানতে পারলে না
আয়নাকে আর কি দোষ দেব বলো
আসল দোষী তোমার অলস দুটি হাত।

 

আয়নানগর

অশ্রু গড়িয়ে পড়লো তার ভ্রমর চোখ থেকে
চোখ কি জানে নোনা স্বাদের মানে
মিথ্যা আয়নায় যদি মুখ দেখো ও পড়শী
কি করে দেখতে পাবে
নিজেকে।

 

চরু হক

চরু হক, জন্ম তেসরা এপ্রিল নেত্রকোনায়। পিতা কবি নূরুল হক, মা ফেরদৌসি সুলতানা। পড়াশুনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর। অধ্যাপনায় যুক্ত। কবিতায় পেয়েছেন ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০১৪। প্রকাশিত কাব্যগ্রন্থ: পাতা ঝরার শব্দ পাই (২০০৯) ভুল বানানের চিঠি (২০১২)। আমার ভেতর হাওয়ার বাসাবাড়ি (২০১৫)

Facebook Comments


এই লেখাটি সর্বমোট 49 বার পঠিত হয়েছে । আজকে 1 জন লেখাটি পড়েছে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top